জানুয়ারী ১৬, ২০২৫

উটপাখির খামার

উট পাখি, তাও আবার বাংলাদেশে! অবাক হওয়ারই কথা। বিশাল আকৃতির এই পাখিটির আবাস আফ্রিকার সাহারা মরুভূমির তৃণভূমি এলাকায়। উট পাখি উড্ডয়নে অক্ষম।


উট পাখি নিয়ে গবেষণা চলছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।


এমনকি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ গবেষণার পাশাপাশি এর বংশবিস্তারেও কাজ করছে। এজন্য তারা একটি খামারও গড়ে তুলেছে।
বছর ছয়েক আগে দক্ষিণ আফ্রিকা থেকে প্রথমে ১৫টি পরে আরও ৭টি বাচ্চা আনা হয়। এই বাচ্চাগুলোর বয়স ছিল ৭ দিন।


এরমধ্যে ১৭টি এখনো টিকে আছে। একেকটির ওজন ১২০ থেকে ১৫০ কেজি। কয়েকটি আবার ডিমও দিয়েছে।


বিরল এই পাখি নিয়ে আগ্রহের কমতি নেই। অনেকেই দেখতে আসেন খামার।


বাণিজ্যিকভাবে কি উটপাখির খামার গড়ে তোলা সম্ভব? সে বিষয়টি নিয়েও কাজ করছেন গবেষকরা।

শাহ্ আলম শাহী, টিম রুটস, দিনাজপুর
Scroll to Top