ফেব্রুয়ারী ৫, ২০২৫

সোশ্যাল মিডিয়ায় যে শব্দগুলোর মানে না জানলেই নয়

সোশ্যাল মিডিয়ার জয়জয়কারের এই সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা নিতান্ত কম। যারা নিজেরা সরাসরি সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে পারতপক্ষে আসেন না বা আসতে আগ্রহী নন, তাদেরও একেবারে এড়িয়ে যাওয়ার উপায় থাকে না, এগুলোর সংস্পর্শে আসতেই হয় কোনো না কোনোভাবে। সোশ্যাল মিডিয়ার সামগ্রিক বিষয়টিকে আরও সহজ এবং সংক্ষেপ করার জন্য অনেক শব্দ ও বাক্যের সংক্ষিপ্ত রূপ ব্যবহারের প্রচলনও নতুন নয়। আর দিনকে দিন তার পরিধির বিস্তৃতিও ঘটেই চলেছে। এই প্রেক্ষিতে বহুল ব্যবহৃত কিছু শব্দ সংক্ষেপ সম্মন্ধে ধারণা রাখার ব্যাপারটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ।

উদাহরণ স্বরূপ, কম্পিউটার, ল্যাপটপ বা নিদেনপক্ষে মোবাইল ফোন আমরা যারা ব্যবহার করে থাকি, নিশ্চয়ই ‘Virus’ শব্দটির সাথে কমবেশি পরিচয় অধিকাংশ লোকেরই রয়েছে। কিন্তু অতি পরিচিত এই ‘Virus’ শব্দের আক্ষরিক অর্থটা আমরা ক’জন জানি, বলুন তো। নিশ্চয়ই এটির একটি অর্থ রয়েছে। ভয় পেলে হবে না। জয় করে নিতে হবে। জানা এবং বোঝার মাধ্যমে। আয়ত্বে নিয়ে আসার মাধ্যমে। ‘Virus’ শব্দটির পূর্ণ রূপ- ‘Vital Information Resources under Siege’ বাংলায় সহজ অর্থে- ‘অবরুদ্ধ গুরুত্বপূর্ণ তথ্য সম্পদ’।

একইরকমভাবে ফেসবুক, টুইটার কিংবা অন্যবিধ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বাক্যে কিংবা চ্যাটিংয়ে প্রায়ই IGP, DM, TTYL বা XOXO -এর মতো শব্দের উপস্থিতি প্রায়শই আমরা লক্ষ্য করে থাকি। এসব শব্দের মানে কী? চলুন, মানেটাই আগে দেখে নিই। তারপরে সামনে অগ্রসর হওয়া যাক। DM মানে- Direct Message, TTYL অর্থ- Talk To You Later আর XOXO শব্দটি মূলতঃ লেখা হয়ে থাকে Hugs and kisses কথাটি বুঝানোর জন্য, যা সাধারণতঃ প্রথমদিকে উত্তর আমেরিকায় ব্যবহৃত হতে দেখা যেত চিঠি, ইমেইল বা বার্তার শেষে আন্তরিকতা, বিশ্বাস, ভালবাসা বা ভাল বন্ধুত্ব ইত্যাদি প্রকাশক সংকেত হিসেবে; কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে এই শব্দ এখন পরিচিতি লাভ করেছে বলতে গেলে প্রায় বিশ্বজুড়েই।

তো কথা হচ্ছে, দুর্বোধ্য এইজাতীয় শব্দ সংক্ষেপ দেখে অনেকেই আমরা সেগুলোর মানে জানার চেষ্টা না করে বরং শব্দগুলোকে কঠিন মনে করে এড়িয়ে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আসলে এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপাতঃ দেখায় দুর্বোধ্য মনে হলেও এই জাতীয় প্রতিটি শব্দেরই কিন্তু রয়েছে বিশেষ অর্থ বা পূর্ণাঙ্গ রূপ। ক্রমাগতভাবে বিস্তৃত হয়ে চলা সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হলে, সর্বোপরি নিত্য পরিবর্তনশীল সময়ের সাথে নিজেদের খাপ খাইয়ে এবং এগিয়ে নিতে হলে এসব সংক্ষিপ্ত বার্তা ও শব্দ সংক্ষেপের মানে না জেনে উপায় নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে ওঠা বেশ কিছু সংক্ষিপ্ত শব্দ ও বাক্য এবং এগুলোর পূর্ণাঙ্গ অর্থ তুলে ধরা হলো আগ্রহী প্রিয় পাঠকদের সৌজন্যে-

wifi: বেতার বিশ্বস্ততা বা তারহীন নির্ভরতা wireless fidelity, a system used for connecting computers and other electronic equipment to the internet without using wires অর্থাৎ, ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডেলিটি এমন একটি সিস্টেম যা তার ব্যবহার না করে কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতিকে ইন্টারনেটে সংযোগ প্রদানের জন্য ব্যবহৃত হয়।

CCTV: ক্লোজড-সার্কিট টেলিভিশন closed-circuit television, is a TV system in which signals are not publicly distributed but are monitored, primarily for surveillance and security purposes. ক্লোজড-সার্কিট টেলিভিশন এমন একটি টিভি সিস্টেম যেখানে সিগন্যাল সর্বজনীনভাবে সকলের জন্য বিতরণ/ প্রচার করা হয় না তবে পর্যবেক্ষন করা হয় মূলতঃ নজরদারি এবং নিরাপত্তার উদ্দেশ্যে।

CAPTCHA: Completely automated public turing test to tell computers and humans apart. ক্যাপচা: কম্পিউটার এবং মানুষকে আলাদা করার জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় পাবলিক টিউরিং পরীক্ষার একটি পদ্ধতি। এটিকে মূলতঃ বলা হয়ে থাকে টুরিং টেস্ট। একটি এমন এক পরীক্ষণ পদ্ধতি যার মাধ্যমে কোন বুদ্ধিমান মেশিনের আচরণ সম্মন্ধে এটি নিশ্চিত হওয়া যায় যে, কাজটি মেশিন বা কোন যন্ত্র নিজে করছে না বরং মেশিন বা যন্ত্রের পেছনে অপারেটর হিসেবে রয়েছেন একজন মানুষ। অ্যালান টিউরিং এর মাধ্যমে ১৯৫০ সালে “কম্পিউটিং যন্ত্রপাতি ও গোয়েন্দা সংস্থার” পরীক্ষণে এই পরীক্ষা পদ্ধতিটির প্রচলন শুরু হয়।

Scroll to Top