স্কুল আমার কাছে অতি প্রিয় একটা জায়গা, কারণ স্কুলে গেলে অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নানা রকম সহশিক্ষা কার্যক্রমে দিনের অনেকটা সময় আমি বিদ্যালয়ে কাটাই। স্কুলের সাপ্তাহিক ছুটির দিনগুলো আনন্দের হলেও দীর্ঘদিন বিদ্যালয় থেকে দূরে থাকা আমার পছন্দ নয়।
আমার স্কুলের নাম নজরুল শিক্ষালয়। এটি রাজধানী ঢাকার মগবাজারে অবস্থিত ৫০ বছরের বেশি পুরনো একটি স্কুল। আমি ২০১৬ সালে তৃতীয় শ্রেণিতে ভর্তি হই এই স্কুলে। বর্তমানে আমি নবম শ্রেণির শিক্ষার্থী।
শুরু থেকেই আমাদের স্কুলে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুইদিন। বৃহস্পতিবার হাফ ক্লাস হয় না আমাদের। সপ্তাহে পাঁচদিন শিক্ষকরা খুব যত্ন করে আমাদের পড়ান। তবে শুধু বইমুখী শিক্ষা আমাদের দেওয়া হয় না। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয় আমাদের স্কুলে।
এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- শিক্ষা সফর, বিভিন্ন বিশেষ দিবসে দেয়ালিকা নির্মাণ, আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, ক্ষুদে ডাক্তার কার্যক্রম ইত্যাদি। প্রতিটি কার্যক্রমেই অংশগ্রহণ করি আমি।