ডিসেম্বর ২৩, ২০২৪

এক স্কুলে ১০ জোড়া যমজ ভাই-বোন

ভাবা যায় একই স্কুলে পড়ে ১০ জোড়া জমজ ভাই-বোন! অনেক সময়ই শিক্ষকদের এমন কি সহপাঠিদেরও তালগোল পাকিয়ে যায়, কে কার্তিক আর কে গণেশ। হাসি নাকি খুশি।

ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর পাবলিক হাই স্কুলে গেলে আপনারও তালগোল পাকিয়ে যেতে পারে।

স্কুলটির বিভিন্ন শ্রেণীতে পড়ে ১০ জোড়া , মানে ২০ জন যমজ ভাই-বোন। বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাহসিন ও তাসনিম এবং সান ও মুন জুটি।

সপ্তম শ্রেণীতে কার্তিক-গণেশ, হাবিব-হাফিজ ও সুমাইয়া-সাদিয়া, অষ্টম শ্রেণিতে শুভ-সৌরভ, নবম শ্রেণিতে হাসি-খুশি ও তাহবি-তাসবি এবং দশম শ্রেণীতে পড়ে আবিদ-অমিত ও রাহুল রাহা ও চঞ্চল রাহা জুটি।

জমজ ভাইবোনরা প্রায় একই সময়ে পৃথিবীর আলো দেখেছে। বেড়ে উঠেছে একই সময়ে, একই পরিবেশে। একসাথে বেড়ে ওঠা আর খুনসুটিতে পার হয়ে যায় পুরো সময়।

তাদের পোশাক, খাওয়া-দাওয়া, ভাল লাগা, মন্দ লাগাগুলোও প্রায় কাছাকাছি। আর এসব বিষয় অন্যদেরকেও আকৃষ্ট করে।

একসাথে এতোগুলো যমজ শিক্ষার্থী পেয়ে খুশি প্রতিষ্ঠানের শিক্ষকরা। যমজ ভাই-বোনদের চেহারায় মিল থাকায় খানিকটা বিড়ম্বনায় পড়তে হয়। আবার মজাও হয়।

একসাথে এক বিদ্যালয়ে এতজন যমজ ভাই-বোন পড়াশোনার বিষয়টি আলোড়ন ফেলেছে পুরো জেলাজুড়ে৷

রহিম শুভ, টিম রুটস, ঠাকুরগাঁও
Scroll to Top