মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে মাদারীপুরে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন পরিবহনমালিক-শ্রমিকেরা। দাবি না মানলে ১৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন জেলার পাঁচটি সংগঠনের নেতারা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার খাইরুল ওরফে হাসান নিটুল। সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার, জেলা ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি মো. ইউসুফ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক মাতুব্বর, সাধারণ সম্পাদক মতিউর মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।