মার্কিন মুলুকের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ঢুকলে যে কারও মনে হতে পারে বাংলাদেশে এসেছে।
সারি সারি বাংলা সাইনবোর্ড চোখে পড়বে। কান পাতলেই শোনা যাবে বাংলায় কথাবার্তা। এখানে পুরোপুরি বাংলা ভাষায় করা যাবে সব কাজ।
কেনাকাটা থেকে শুরু করে চিকিৎসা- সবই করা যাবে বাংলা ভাষায়। একবারও ভিন্ন কোনো ভাষায় কথা বলার প্রয়োজন হবে না।
এখানে বেশ কয়েকটি সড়ক পুরোপুরিই বাংলাদেশিদের দখলে। এখানকার ভবন, স্থাপনা, দোকানপাটের অনেকগুলোই বাংলাদেশিদের তত্ত্বাবধানে চলে।
জ্যাকসন হাইটসকে অনেকে নিউইয়র্কের গুলিস্তানও বলে। ছুটির দিনে রাস্তায় হাঁটলে যার সঙ্গেই ধাক্কা লাগবে, সে-ই কথা বলবে বাংলায়।