দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা এক হাজার আট। দীর্ঘতম নদী পদ্মা। দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার। সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে ১৪টি।
এছাড়া ১০০ থেকে ১৯৯ কিলোমিটারের নদী রয়েছে ৪২টি, ১০ থেকে ৯৯ কিলোমিটারের নদী ৪৮০টি এবং ১ থেকে ৯ কিলোমিটারের দৈর্ঘ্যের নদীর সংখ্যা ৩৭৬টি।
এক কিলোমিটারেরও কম দৈর্ঘ্যের নদী রয়েছে ৪১টি। সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।
১৯৮০ সাল থেকে ব্রিটিশ কলাম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতি বছরের সেপ্টেম্বরের শেষ রোববারকে বিশ্ব নদী দিবস হিসেবে পালনের সূচনা করে।
২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। এরপর থেকে নদী দিবস পালন করে আসছে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা।