ডিসেম্বর ২৪, ২০২৪

বঙ্গবন্ধুর বায়োপিক দেখলেন প্রধানমন্ত্রী, দেশজুড়ে মুক্তি কাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল প্রত্যাশিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ আগামীকাল শুক্রবার সারা দেশে মুক্তি পাবে। এর আগে আজ বৃহস্পতিবার চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয়েছে। এ সময় চলচ্চিত্রটি দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁওয়ের জাতীয় চলচ্চিত্রকেন্দ্রে উপস্থিত হয়ে প্রিমিয়ার শো দেখেন। এ সময় চলচ্চিত্রটির অভিনেতা, অভিনেত্রীসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, এ চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসের অনেক অজানা ঘটনা ও নতুন অধ্যায় জানতে পারবে জাতি।

Scroll to Top