ডিসেম্বর ২৪, ২০২৪

ভালো বই পড়তে হবে, ভালো বই জীবন বদলে দেয়

মাদারীপুরে আজ সোমবার সকাল থেকেই ঝলমলে রোদ। সেই সঙ্গে শরতের হিমেল ছোঁয়া। স্নিগ্ধ সকালে কৃতী শিক্ষার্থীরা চলে আসে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। তাদের পদচারণে মুখর হয়ে ওঠে আশপাশ।

আজ সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলছে শিখো-প্রথম আলো কৃতী সংবর্ধনা অনুষ্ঠান। জেলার পাঁচটি উপজেলা থেকে নিবন্ধিত কয়েক শ কৃতী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিয়েছে। সকাল ৯টার পর থেকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আসতে থাকে কৃতী শিক্ষার্থীরা। কয়েক মাস পর বন্ধু ও সহপাঠীর সঙ্গে দেখা হওয়ায় গল্প-আড্ডায় তারা উচ্ছ্বাসে মেতেছে। এ সময় সংবর্ধনা অনুষ্ঠান যেন উৎসবে রূপ নেয়।

অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীরা বন্ধুসভার তিনটি বুথ থেকে ক্রেস্ট, স্ন্যাকস ও উপহারসামগ্রী সংগ্রহ করে। পরে সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে গোলাপ দিয়ে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান মাদারীপুর বন্ধুসভার সদস্যরা।

জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাজৈর পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে প্রিয়ন্তী দত্ত। অনুষ্ঠানের মঞ্চে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রিয়ন্তী বলে, ‘দীর্ঘ ১০ বছর স্কুলজীবন শেষ করে আমরা আজ এখানে এসেছি। আমরা যারা জিপিএ-৫ পেয়েছি, তারা সবাই একসঙ্গে হতে পেরে খুব ভালো লাগছে। প্রথম আলোর এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই আনন্দিত। সামনে আমাদের আরও ভালো করতে হবে।’

Scroll to Top