কুষ্টিয়ার মধুপুর দেশের দ্বিতীয় বৃহত্তম কলার হাট। গত ৪০ বছর ধরে এখানেই চলছে কলা বেচাকেনা। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে মধুপুর ঐতিহ্যবাহী এই কলার হাট।
ভোর থেকেই কুষ্টিয়াসহ আশপাশের জেলার কৃষকরা তাদের উৎপাদিত কলা বিক্রি করতে জড়ো হোন এই হাটে। কৃষকরা তাদের বাগানের সবরি, চাপাসহ বিভিন্ন জাতের কলা বিক্রি করতে আসেন ব্যাপারীদের কাছে।
ভাবতে পারেন! প্রতিদিন প্রায় কোটি টাকার কলা বেচাকেনা হয় এই হাটে।
চাষীরাও ভালো দাম পাওয়ার আশায় আসেন এই হাটে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতশত ব্যাপারি কলা কিনতে আসেন ঐতিহ্যবাহী মধুপুর কলার হাটে।
এখান থেকে প্রতিদিন ৫০ থেকে ৬০ ট্রাক বোঝাই কলা চলে যায় দেশের বিভিন্ন বাজারে।
তবে জায়গার সংকট ও সংস্কারের অভাবে নানা সমস্যায় পড়তে হয় কলা কিনতে আসা ব্যবসায়ীদের।
মধুপুরের এই কলার হাটের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে সমস্যা নিরসনের দাবি হাট মালিকদের।
সকল সমস্যা নিরসন হলে আরও জমজমাট হবে এই হাট, এমনটাই মনে করেন চাষী ও ব্যবসায়ীরা।