ডিসেম্বর ২৩, ২০২৪

মেট্রোরেলে বিজ্ঞাপন: অসন্তুষ্ট যাত্রীরা, যা বলছে কর্তৃপক্ষ

দেশের আধুনিক গণপরিবহন মেট্রোরেল। যানজটের নগরীতে এই গণপরিবহন চালু হওয়ার পর স্টেশনের ব্যবস্থাপনা, সেবার মান, হকার-ভিক্ষুকমুক্ত পরিবেশ নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। কবে সব স্টেশন চালু হবে ও পুরোপুরি এর সুফল ভোগ করতে পারবেন, সেই অপেক্ষায় আছে রাজধানীবাসী। তবে এরইমধ্যে যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছেন মেট্রোরেল কোচের ভেতরে পরিকল্পনাহীন বিজ্ঞাপন সাঁটানো নিয়ে।

তারা বলছেন, মেট্রোরেল কর্তৃপক্ষ আয় বাড়াতে বিজ্ঞাপন দিতে পারে, কিন্তু পোস্টারের মতো যেখানে সেখানে এসব লাগিয়ে মেট্রোর সৌন্দর্য মলিন করতে পারে না। ফেসবুকে এ নিয়ে অনেকে সমালোচনা করছেন। 

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে মেট্রোরেলের আগারগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, মেট্রোরেলের একটি সেটের একটি কোচে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই কোচে করে আসা যাত্রীরা এটাকে দৃষ্টিকটু বলে উল্লেখ করেছেন। 

উত্তরা উত্তর থেকে আসা যাত্রী সানজিদা বলেন, মেট্রোরেলে বিজ্ঞাপন দিয়েছে তাতে কোনও সমস্যা নাই। কিন্তু যেভাবে জায়গায় জায়গায় পোস্টারগুলো লাগানো হয়েছে তাতে মেট্রোরেলের সৌন্দর্য নষ্ট হয়েছে বলে আমার মনে হয়। তার চাইতে বরং সব জায়গায় পোস্টার না লাগিয়ে ট্রেনের গেটে বা সিটের পাশে বিজ্ঞাপন লাগালে ভালো হয়, যেন গিঞ্জি না লাগে বিষয়টা।

‘মেট্রোরেলের ভেতর একখণ্ড ফার্মগেটের চিত্র’ দেখা যাচ্ছে মন্তব্য করে মিরপুর ১০ থেকে আসা যাত্রী শামীম বলেন, ‘যেভাবে সেভাবে বিজ্ঞাপন লাগাইছে, তাতে তো আমার কাছে এইটারে চলন্ত ফার্মগেট মনে হইতাছে। সৌন্দর্যটাই নষ্ট করে দিছে। আরও প্ল্যান কইরা বিজ্ঞাপন দিলে ভালো হয়।’

মেট্রোরেলের জন্য বিশেষভাবে বিজ্ঞাপন তৈরির পরামর্শ দিয়ে আবু সাইদ নামে আরেক যাত্রী বলেন, মেট্রোরেল সাধারণ মানুষের যান, প্রতিদিনই অসংখ্য মানুষ এতে চলাচল করবেন। সেখানে প্রচারণার জন্য বিজ্ঞাপন দেওয়া যায়। তবে যেহেতু বিভিন্ন চিন্তাধারার মানুষও থাকবে, সবার কথা চিন্তা করে মেট্রোরেলের জন্য বিশেষভাবে বিজ্ঞাপন বানাতে পারে প্রতিষ্ঠানগুলো। আবার এরকমভাবে যেন যেখানে সেখানে বিজ্ঞাপন না বসানো হয়। দেখতে ভালো লাগে না। সৌন্দর্য নষ্ট হয়।

Scroll to Top