ডিসেম্বর ২৩, ২০২৪

একজন গানের মানুষ

অ্যাডভোকেট রাফিজা আলম লাকী। সুপ্রিম কোর্টে ল’ প্র্যাকটিস করছেন। আইন পেশায় ১৫ বছর পেরিয়ে পা রেখেছেন ১৬ বছরে। রুটি-রুজির জন্য পেশা আইনজীবী হলেও তার ভালোবাসার নাম ‘গান’। ভালোবেসে সেই ছোট্টবেলা থেকেই আধুনিক গান করছেন। কণ্ঠের যাদু, দরদ আর ভালোবাসার মিশ্রণে হয়ে ওঠা গানের পাখি লাকী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। ইতোমধ্যে বেশকিছু মৌলিক গান করেছেন। ‘মেঘ রোদ্দুর’ শিরোনামে ২০১৬ সালে বের হয়েছে তার গানের সিডি। শ্রোতাদের দারুণ সাড়া পেয়েছেন। শ্রোতাপ্রিয় হয়ে ওঠেছে লাকীর দরদী কণ্ঠে গাওয়া ‘মেঘ রোদ্দুর’র সবকটি গান। এবারের ঈদেও রিলিজ হয়েছে তার ‘তুমি কোথায়’ শিরোনামে আধুনিক গান। গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের শাওন সজল, মিউজিকে অমিত চ্যাটার্জি। আরও কিছু গান বের হবে ‘লাকী মিউজিক উইনডো’ থেকে। এবার ঈদে ‘সিএনএন বাংলা টিভি’-তে একক গানের অনুষ্ঠানে তার গাওয়া ৫/৬টি গান বেশ শ্রোতানন্দিত হয়েছে। এর আগে এটিএন বাংলায় গান গেয়েছেন ‘চায়ের চুমুক’ অনুষ্ঠানে। আরও বিভিন্ন চ্যানেলে গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন। পেয়েছেন বিদেশি সম্মাননাও। ‘কলকাতা শ্বাশ্বত সমাজ’ থেকে ২০১৮ সালে সম্মাননা ও পুরস্কার লাভ করেন। সম্মাননা পেয়েছেন ‘রিয়েল মাল্টিমিডিয়া’ থেকেও।

গানের মানুষ, গানপ্রেমী লাকী গান করেন ছোট্টবেলা থেকেই। বিয়ের পর আইন পেশার সমানতালে পুরোপুরি মনোনিবেশ করেন গানে। এক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে ছায়ার মতো পাশে থাকছেন স্বামী। ছয় বছর ক্ল্যাসিক গানের তালিম নিয়েছেন ওস্তাদ সঞ্জীব দে’র কাছে। সঞ্জীব দে পরলোকে যাওয়ার পর তালিম নিচ্ছেন রতন চক্রবর্তীর কাছে। লকডাউন শেষ হলে ইচ্ছা আছে আধুনিক গানের খ্যাতিমান শিল্পী সুজিত্ মোস্তফার কাছে তালিম নেওয়ার। গান কীভাবে এলো জীবনে? সেই প্রেমের কথা জানাতে গিয়ে লাকী বলেন, ‘চার-পাঁচ বছর বয়সেই মেহেরপুরে শিল্পকলা একাডেমিতে গান শিখতে শুরু করি। জীবনে ল’ ইয়ার হতে চাইলেও শিল্পী হওয়া ছিল মূল স্বপ্ন। ভালোবেসে গান করি। মৃত্যুর পরও বেঁচে থাকতে চাই গানের মাধ্যমে। যতদিন বাঁচি গানের সঙ্গেই থাকতে চাই।’

লাকী বাংলাদেশ আইনজীবী ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক। যেখানে অনেক আইনজীবী গান শিখছেন। আইনজীবীদের সংগঠনেও নেতৃত্ব দিচ্ছেন তিনি। ঢাকা আইনজীবী সমিতিতে একবার নির্বাহী সদস্য ও ইতোপূর্বে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হওয়া লাকী ২৫ হাজার আইনজীবীর প্রিয়মুখ।

Scroll to Top