ডিসেম্বর ২৩, ২০২৪

পুরনোর গন্ধে মেতে মাঠময় আনন্দমেলা

বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের বিজ্ঞানচর্চার গবেষণা ও প্রসারের লক্ষ্যে বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ প্রকাশ করে আসছে। বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকাটি বাংলা একাডেমির বিজ্ঞান বিষয়ক ষাণ্মাসিক মুখপত্র। এ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৪ সালে। পত্রিকাটির ১ম বর্ষে ১০জন সম্পাদকমণ্ডলীর সম্পাদনায় ০৪টি সংখ্যা প্রকাশিত হয়। সম্পাদকমণ্ডলীতে যারা ছিলেন তাঁরা হলেন- ড. মযহারুল ইসলাম-সভাপতি, ড. মুহম্মদ ইন্নাস আলী-সদস্য, ড. জহুরুল হক-সদস্য, ড. এ.কে.এম আমিনুল হক-সদস্য, অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার-সদস্য, আবদুল হক খন্দকার-সদস্য, ডা. বদরুদ্দোজা চৌধুরী-সদস্য, লুৎফুল হায়দার চৌধুরী-সদস্য/আহ্বায়ক, ড.মুহাম্মদ ইব্রাহিম-সদস্য, মোহাম্মদ গাজীউর রহমান-সদস্য।

Scroll to Top