বন্যার্তদের সহায়তায় আয়োজন করা হয় দুই দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী। ৩০ ও ৩১ আগস্ট উত্তরার রবীন্দ্রসরণিতে সিনেমা প্রদর্শনীর পাশাপাশি চলে বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহ।
৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় থেকে শুরু হয় এ প্রদর্শনী। প্রথমেই দেখানো হয় রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’, এরপর মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।
দ্বিতীয় দিন ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হয় খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’। এ দিন দর্শক উপস্থিতি বিবেচনা করে প্রদর্শিত হয় খন্দকার সুমনের ‘সাঁতাও’।
এছাড়া ৩০ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে ‘জীবনসংগ্রামের ছবি’ শিরোনামে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে ইনডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি। ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে সাজানো এই আয়োজনটি ভাগ করা হয় চারটি সেশনে। সন্ধ্যা সাড়ে ৬টায় ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’ দিয়ে শুরু হয় আয়োজন।