ডিসেম্বর ২৩, ২০২৪

প্রযুক্তির ঝুঁকিপূর্ণ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ

মানুষের স্বপ্ন যত বড়, তার জগৎ তত বেশি প্রসারিত। এখন স্বপ্ন দেখার সময়। আমরা এমন এক সময়ে বসবাস করছি, যখন বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে তুলেছে। একই সঙ্গে প্রযুক্তির কারণে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখন শিক্ষার্থীদের হাতে হাতে মুঠোফোন। যেখানে শিক্ষা গ্রহণের সুযোগের পাশাপাশি অনেক ঝুঁকিপূর্ণ বিষয় আছে। শিক্ষার্থীদের সেসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

মাগুরায় শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো ও প্রথম আলোর আয়োজনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রিজভী জামান এসব কথা বলেন। আজ মঙ্গলবার মাগুরা শহরের নোমানী ময়দানে আছাদুজ্জামান মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

Scroll to Top