সদস্যদেশগুলোর চাঁদার পরিমাণ বাড়লে বিশ্বব্যাংকের ঋণ দেওয়া সক্ষমতা আগামী এক দশকে ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি ডলার বাড়তে পারে। তবে এর চেয়ে বড় বিষয় হলো, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের পরিসর বা আওতা বাড়াতে হবে।
মরক্কোর মারাকেশে বিশ্বব্যাংক গ্রুপ–আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক বৈঠক হচ্ছে। সেই বৈঠক উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল বুধবার এসব কথা বলেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এবার বার্ষিক বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো বৈশ্বিক সংস্থাগুলোর সংস্কার, যাতে তারা জলবায়ু পরিবর্তন, ঋণ ও দারিদ্র্যের মতো বিষয় আরও ভালোভাবে মোকাবিলা করতে পারে।
সংবাদ সম্মেলনে অজয় বাঙ্গা আরও বলেন, দারিদ্র্য, মহামারি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো ঝড়ের মতো, যেগুলো এখন আর পৃথকভাবে মোকাবিলা করা যাবে না। এসব চ্যালেঞ্জ কেবল অর্থ দিয়ে মোকাবিলা করা সম্ভব হবে না; বরং সে জন্য সমন্বিত প্রচেষ্টা দরকার। তিনি বলেন, ‘সন্দেহ নেই, আমাদের আরও বড় ব্যাংক দরকার, তবে শুধু অর্থ–ব্যাংক নয়, আমাদের জ্ঞান-ব্যাংক দরকার।’