ডিসেম্বর ২৩, ২০২৪

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ কেন ষাটের দশকের বৈশ্বিক ঘটনার ফল

বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ষাটের দশকের বৈশ্বিক প্রেক্ষাপটে সংঘটিত বিপ্লবেরই ইঙ্গিতবহ—এই গুরুত্বপূর্ণ হাইপোথিসিস তথা প্রতর্ক ঘিরে ক্যামব্রিজ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, ম্যাকগিল ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক শুভ বসু তাঁর গবেষণা পরিচালনা করেন এবং ‘ইন্টিমেশন অব রেভল্যুশন: গ্লোবাল সিক্সটিজ অ্যান্ড মেইকিং অব বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থটি পাঠকের সামনে হাজির করেন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ছাড়া সাত বছরের নিরবচ্ছিন্ন পড়াশোনা, গবেষণা, ১০ মাসের ফিল্ডওয়ার্ক যে সম্ভব নয়, তা সহজেই অনুমেয়। ইলিনয় ইউনিভার্সিটির বাংলাদেশি অধ্যাপক, আলী রীয়াজ যথার্থই বলেন, ‘ষাটের দশকের বৈশ্বিক পরিপ্রেক্ষিতে তদানীন্তন পূর্ব পাকিস্তানে সংঘটিত অভ্যুত্থান, যা বাংলাদেশ সৃষ্টির ভিত্তি রচনা করেছে, এখন পর্যন্ত বিশ্লেষণ করা হয়নি। শুভ বসুর ‘ইন্টিমেশন অব রেভল্যুশন: গ্লোবাল সিক্সটিজ অ্যান্ড মেইকিং অব বাংলাদেশ’ শুধু এই শূন্যতাই পূর্ণ করেনি, বাংলাদেশের ইতিহাসের প্রধান যে আখ্যান গড়ে উঠেছে, তার জন্য এই বই একটি সংশোধনীও বটে। সেই সময়ের যে ঘটনাবলি ও প্রবণতাগুলো বাঙালিকে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয়ের দিকে নিয়ে গেছে, তার একটা নতুন আখ্যান নির্মাণ করেন শুভ বসু এই বইয়ে সিদ্ধহস্তে। দক্ষিণ এশিয়ার ইতিহাস বুঝতে হলে এই বইটি পড়তেই হবে।’

তদানীন্তন পূর্ব পাকিস্তানে পঞ্চাশ ও ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদ আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে স্থানীয় আর্থসামাজিক অনুষঙ্গের মিথস্ক্রিয়ায় কীভাবে গড়ে উঠেছে, এই বইয়ে প্রফেসর শুভ বসু তা ব্যাখ্যা করেন। মূল যে যুক্তিটা এই গবেষণাকর্মে তুলে ধরা হয়েছে, তা হলো, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ষাটের দশকের বৈশ্বিক ঘটনাপ্রবাহেরই ফল, যা পাকিস্তানের রাজনীতি পুরোপুরি পাল্টে দেয় এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। যুক্তির সমর্থনে, আলজেরিয়ার মুক্তিসংগ্রাম, ফিলিস্তিনের স্বাধীন ভূমির আন্দোলন, বেলজিয়ান ও মার্কিন মদদপুষ্ট রাজনৈতিক দলের হাতে বেলজিয়ান উপনিবেশ থেকে সদ্য মুক্ত কঙ্গোর স্বাধীনচেতা নেতা প্যাট্রিস লুলুম্বার মৃত্যু, ভিয়েতনাম যুদ্ধ ইত্যাদি ঘটনার উদাহরণ টানেন অধ্যাপক বসু।

ভারত-পাকিস্তান কূটনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বিতাই বাংলাদেশের জন্ম দিয়েছে—এই বই এমন ভ্রান্ত ধারণা ভেঙে দেয় এবং বিপরীতে যে সত্য বের করে আনে, তা হলো, বাঙালি জাতীয়তাবাদীরা বাঙালির ওপর পাকিস্তানি শাসকদের অভ্যন্তরীণ উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া নস্যাৎ করে দিয়েছিল। যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন-চীন ঠান্ডা যুদ্ধ, জোটনিরপেক্ষ আন্দোলনের তোড়জোড় আর ষাটের দশকজুড়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় উপনিবেশ ভাঙার আন্দোলন কীভাবে বাঙালির এ প্রতিরোধ ও নতুন রাষ্ট্র নির্মাণ প্রভাবিত করেছে, তার একটা চমৎকার বয়ান শুভ বসু আমাদের সামনে উপস্থাপন করেন।  

Accordion title 1

This is a placeholder tab content. It is important to have the necessary information in the block, but at this stage, it is just a placeholder to help you visualise how the content is displayed. Feel free to edit this with your actual content.

Accordion title 2

This is a placeholder tab content. It is important to have the necessary information in the block, but at this stage, it is just a placeholder to help you visualise how the content is displayed. Feel free to edit this with your actual content.

Scroll to Top